আইবেক আইল নাহিদা রাদিআল্লাহ আনহু

. মোহাম্মদ আমীন

আইবেক আইল নাহিদা রাদিআল্লাহ আনহু

আইবেক: তুর্কি আইবাক থেকে উদ্ভূত ও বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত আইবেক অর্থ: দাস, দূত, প্রেমাস্পদ। কুতুবউদ্দীন আইবেক দিল্লির প্রথম সুলতান এবং দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। তিনি ১২০৬ থেকে ১২১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। দানশীলতার জন্য তাকে ‘লাখবখশ’ বলা হতো। ১২১০ খ্রিষ্টাব্দে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান।

আইলআরবি হা‘ইল থেকে উদ্ভূত ও বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত আইল অর্থ: জমির সীমানির্দেশক বাঁধ; উঁচুপথ, জাঙ্গাল, তীর।

ইনশাআল্লাহ্‌, ইনশাআল্লা: আরবি ইনাশা আল্লাহ হতে উদ্ভূত। অর্থ (অব্যয়ে) আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ চান তো; আল্লাহর ইচ্ছায়।

নাহিদামোহাম্মদ হারুন রশিদ সংকলিত এবং বাংলা একাডেমি হতে প্রকাশিত বাংলা ভাষা সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান বলছে, নাহিদা হচ্ছে আলেকজান্ডারের স্ত্রীর নাম। শব্দটি আরবি নাহিদাহ হতে উদ্ভূত। এটি বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। নাহিদাহ্ শব্দের বাংলা প্রতিশব্দ হলো: আনন্দদায়ক, প্রেরণাদাতা, উত্তোলিত, উত্তোলক; লক্ষ্যে পৌঁছার সহায়ক, উৎসাহদাতা।

পাইরবি, পায়রবি: ফারসি পয়রবি হতে উদ্ভূত পাইরবি বা পায়রবি শব্দের অর্থ (বিশেষ্যে) অনুসরণ, অনুগম, আনুগত্য, শিষ্যত্ব।

রাদিআল্লাহ আনহু, রাজিআল্লাহ আনহুআরবি রাদি আল্লাহ আনহু কথা হতে উদ্ভুত। অর্থ: (বিশেষ্যে) আল্লাহ তার প্রতি রাজি হোন।

Leave a Comment

অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক সমসাময়িক প্রশাসনিক ও প্রাশাসনিক

. মোহাম্মদ আমীন

রাজনীতিশব্দের সঙ্গেইকপ্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে রাজনীতিক (রাজনীতি+ ইক = রাজনীতিক) অন্যদিকে, ‘নীতিশব্দের সঙ্গেইক্‌’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছেনৈতিকএবংনৈতিকশব্দের সঙ্গেরাজযুক্ত হয়ে গঠিত হয়েছে রাজনৈতিক [রাজ + (নীতি + ইক) = রাজ+ নৈতিক = রাজনৈতিক]।সুতরাং, ব্যাকরণগতভাবেরাজনীতিকরাজনৈতিকদুটোই শুদ্ধ।

রাজনৈতিক অর্থনৈতিক

কেন্দ্র+ইক = কৈন্দ্রিক

তেমনি: নীতি +ইক = নৈতিক

 কেশ+ ইক = কৈশিক

সুতরাং, রাজ + (নীতি + ইক) = রাজ+ নৈতিক = রাজনৈতিক

 গিরি+ইক = গৈরিক

আবার; রাজনীতি+ ইক = রাজনীতিক

 চিত্ত+
ইক= চৈত্তিক

 মাস+ইক = মাসিক

সাহিত্য+ইক
=
সাহিত্যিক

চৈত্রী+ ইক= চৈত্রিক

সেভাবে; অর্থ + (নীতি+ ইক) = অর্থ+ নৈতিক = অর্থনৈতিক

চীন+ইক = চৈনিক

আবার অর্থনীতি + ইক= আর্থনৈতিক

জীবন+ইক = জৈবনিক

অর্থ + (নীতি+ ইক) = অর্থ+ নৈতিক = অর্থনৈতিক

যেমন
:
বর্ষ + ইক = বার্ষিক

বিষয়+ইক = বৈষয়িক

বিষয়+ইক = বৈষয়িক

বিচার+ ইক= বৈচারিক

সুতরাং রাজনৈতিক, রাজনীতিক, অর্থনৈতিক, আর্থনীতিক সবকটি শুদ্ধ।

এক্ষুণি চৌকশ নিমোনিক ধরণ 
ধারণ নিমোনিক 
অগ্নিকন্যা রুপাভুঁড়ি ভূড়ি নিমোনিক আপনার নামের অর্থ

কূটনৈতিক

 উৎপাত
+
ইক =ঔৎপাতিক

উপনিবেশ+
ইক = ঔপনিবেশিক

উৎসর্গ+ইক= ঔৎসর্গিক,

উপমা+ইক = ঔপমিক

উত্তরপদ+ইক = ঔত্তরপাদিক

উপায়+ইক= ঔপয়িক

ওদন+ইক = ঔদনিক

 ‍উপসর্গ+ইক= ঔপসর্গিক

উদ্ধার+ইক = ঔদ্ধারিক

 

উপকূল+ইক= ঔপকূলিক

উপাচার+ইক = ঔপাচারিক

উপদেশ+ইক = ঔপদেশিক

উপন্যাস+ইক = ঔপন্যাসিক

কিন্তু অভিধানে এমন শব্দ আমি পাইনি। অভিধানে পায়, কূটনৈতিক। কূট শব্দের সঙ্গে নৈতিক যুক্ত হয়ে গঠিত হয়েছে কূটনৈতিক। অর্থাৎ কূট + নীতি+ ইক = কূট + নৈতিক = কূটনৈতিক। লিখুটন কূটনৈতিক, কূটনীতিক নয়।

সমসাময়িক না কি সামসময়িক :

সমসময় (একই সময়) + ষ্ণিক (ইক) =
সামসময়িক এর অর্থ একই সময়ের বা সমকালীন। ব্যাকরণ অনুযায়ী সামসময়িক শুদ্ধ, তবে সমসাময়িক অধিক প্রচলিত। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানেও সমসামিয়ক শব্দটাকে সামসময়িক শব্দের অশুদ্ধ প্রচলিতরূপ নির্দেশ করা হয়েছে। অতএব লিখুন, সামসময়িক।

প্রশাসন প্রশাসনিক

 ‘প্রশাসনশব্দের সঙ্গেইকপ্রত্যয় যুক্ত করলে হয়, ‘প্রশাসন+ ইক = প্রাশাসনিক যেমন : সময় + ইক = সাময়িক, বর্ষ+ ইক = বার্ষিক, প্রত্যহ + ইক = প্রাত্যাহিক, নন্দন+ইক = নান্দনিক, সমষ্টি + ইক = সামষ্টিক ইত্যাদি। হিসেবেপ্রাশাসনিকশব্দটি শুদ্ধ।

শাসনশব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত করলে হয়, ‘শাসন + ইক =শাসনিক যেমন : মাস+ ইক = মাসিক, কাল + ইক = কালিক, আত্মন্ + ইক = আত্মিক, জাল+ ইক = জালিক ইত্যাদি। এভাবে শাসন শব্দের সঙ্গেইকপ্রত্যয় যোগে প্রাপ্তশাসনিকশব্দের সঙ্গেপ্রউপসর্গ যোগ করলে হয়প্র+ শাসনিক= প্রশাসনিক।অতএব ব্যাকরণগতভাবেপ্রশাসনিকএবংপ্রাশাসনিক’- দুটোই শুদ্ধ।সমসাময়িকএবংসামসময়িকশব্দদ্বয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।এক্ষুণি চৌকশ নিমোনিক ধরণ 
ধারণ নিমোনিক 
অগ্নিকন্যা রুপাভুঁড়ি ভূড়ি নিমোনিক আপনার নামের অর্থভূতের মতো ভূতুড়ে উন্মুক্ত মহিলা টেনিস বাংলা একাডেমির বানান সমস্যা অফুরান বামা নারী সুন্দরী ধাতু বিশ্লেষণ : উঠআদিগণ ধাতুগাহ্আদিগণ ধাতুর বিভিন্ন রূপের শুদ্ধ বানান শেখার পর লেখা : ধাতুর বিভিন্ন রূপের শুদ্ধ বানান ব্যবহারআহমদ ছফা হুমায়ুন আজাদ

Leave a Comment

Leave a Comment

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

1 thought on “Hello world!”

Leave a Comment