কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি

কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি

ড. মোহাম্মদ আমীন

না কি বনাম নাকি
না কিকিছু জানার বা ব্যাখ্যা চাওয়ার প্রশ্নে না কি লিখুন। বাক্যে এটি অর্থবহ পদ। তাই বাক্য হতে না কি তুলে নিলে অর্থের ব্যাপক পরিবর্তন ঘটে বা বাক্যটি  আদর্শমান হারিয়ে ফেলে কিংবা অর্থহীন হয়ে যায়।  যেমন:
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

১. তুমি এখন কক্সবাজার না কি চট্টগ্রাম?

২. কাঁঠাল না কি আনারস?
৩. তুমি না কি আমি?
ওপরের বাক্যসমূহ (১ ২ ৩) থেকে না কি তুলে নিলে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যাবে।
নাকি: নাকি আলংকারিক পদ। প্রকৃতপক্ষে বাক্যে এর কোনো অর্থ থাকে না। তাই নাকি শব্দটি বাক্য হতে তুলে নিলেও অর্থের পরিবর্তন ঘটে না।যেমন:
৪. সে নাকি বিদেশ যাবে।
৫. তুমি নাকি আমার সঙ্গে যাবে না?
৬. তার ভাই নাকি পরীক্ষায় প্রথম হয়েছে।
৪ ৫ ও ৬ নং বাক্য থেকে নাকি তুলে নিলেও বাক্যের অর্থের পরিবর্তন হবে না।
এই সাধারণ নিয়মগুলো মনে রাখলে আশা করি আর ভুল হবে না।
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
‘কি না’ দুটি পৃথক শব্দ নিয়ে গঠিত একটি একক অর্থ দ্যোতক পারম্পরিক শব্দজোড়, কিন্তু ‘কিনা’ একটি শব্দ। ‘কি না’ প্রশ্নজ্ঞাপক। কোনো প্রশ্ন বা সংশয়জ্ঞাপক জিজ্ঞাসায় ‘কি না’ ব্যবহার করা হয়। যেমন: ‘যাবে কি না বলো?’ সে এসেছে কি না আমি জানি না। তবে বাক্যের যেখানে ‘কী’ আবশ্যক সেখানে ‘কী না’ হবে। যেমন: তুমি কী না জানো? এমন প্রকৃতির বাক্য অনেকে এভাবেও লিখে থাকেন— তুমি কী, না জানো? আমার মতে, বাক্যে অযথা যতিচিহ্ন ব্যবহার না-করাই সমীচীন।
‘কিনা’ বহুলাংশে আলংকারিক। মনোভাবের ইঙ্গিত প্রকাশে কিংবা শুধু অলংকার হিসেবে বাক্যে ‘কিনা’ ব্যবহৃত হয়। যেমন: হরতাল কিনা, তাই আসতে পারিনি।আমার সন্তান হয়ে ‘কিনা’ আমার অবাধ্য হয়।
সূত্র:
  • ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
  • কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

Leave a Comment